লন্ডন ব্রিজে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৪ জুন ২০১৭
ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনায় যুক্তরাজ্যের প্রতি সহমর্মিতা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শোক জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার রাতে লন্ডনে পৃথক তিন সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে মারা গেছে তিন হামলাকারীও।

লন্ডনে স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে সাদা রঙের একটি ভ্যান লন্ডন ব্রিজে বেশ কয়েকজন পথচারীকে সজোরে আঘাত করে রাস্তার পাশে রেইলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি রেইলিংয়ের সঙ্গে ধাক্কা খাওয়ার পর তিন জন লোক গাড়ি থেকে নেমে বোরোহ মার্কেটে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে।

লন্ডন ব্রিজের দক্ষিণ দিকে বোরোহ মার্কেট অবস্থিত। এছাড়া ব্রিজের দক্ষিণ অংশটি রেস্তোরাঁ ও পানশালার জন্য বেশ সুপরিচিত। হামলার আট মিনিটের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা সন্দেহভাজন হামলাকারীদের মোকাবেলায় এগিয়ে আসে এবং তাদের তিনজনকে গুলি করে হত্যা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাপুরুষিত ও বর্বোরোচিত হামলার নিনদ্দা জানিয়ে যুক্তরাজ্যের জনগণের পাশে থাকার কথা জানান।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে নিহতদের স্বজন, আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

জেপি/এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।