নদী দূষণকারীরা এ যুগের রাজাকার : শাজাহান খান


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪
ফাইল ফটো

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণহানি ঘটিয়েছিল, তাদেরকে আমরা রাজাকার বলি। নদীরও প্রাণ আছে। তাই নদীকে যারা দখল ও দূষণের মধ্য দিয়ে ধ্বংস করছে, হত্যা করছে, তাদের এ যুগের রাজাকার আখ্যায়িত করাই সমীচীন।

বুধবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জাতীয় নদী রক্ষা কমিশন অনুষ্ঠানটির আয়োজন করে।

শাজাহান খান আরও বলেন, নদী দখলমুক্ত করাই আমাদের চ্যালেঞ্জ। নদী দখলমুক্ত করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে টাস্কফোর্সের ২৬টি সভা হয়েছে। এই সভার সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নদীকে মা উল্লেখ করে মন্ত্রী বলেন, নদীকে বাঁচালে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। তাই স্লোগান হওয়া উচিত—‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।