নিমতলী ট্র্যাজেডির ৭ বছর আজ


প্রকাশিত: ০৩:২০ এএম, ০৩ জুন ২০১৭

আজ ৩ জুন। নিমতলী ট্র্যাজেডির সাত বছর। ২০১০ সালের এই দিনে পুরান ঢাকার নিমতলী এলাকার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে মারা যান ১২৪ জন।

এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন আরও দুই শতাধিক। মূলত ওই বাড়ির নিচতলায় অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউন থেকেই আগুনের সূত্রপাত।

দুঃসহ সেই কষ্টের স্মৃতি বয়ে বেড়াচ্ছে স্বজনহারা পরিবারগুলো। নিহতদের জন্য এখনও ঢুকরে কাঁদে নিমতলীর বাসিন্দারা। নিহতদের জন্য আজ দোয়া ও মিলাদের আয়োজন করেছেন তারা।

এছাড়া নিমতলীসহ পুরান ঢাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরানোর দাবিতে আজ সকালে নিমতলীর ছাতা মসজিদের সামনে মানববন্ধন করবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

সেখানে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছে। স্থানীয় মসজিদে নিহত ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে আজ।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।