অ্যাপোলো ইস্পাত পরিদর্শনে তাইওয়ান ট্রেড মিশন
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন তাইওয়ান ট্রেড মিশনের প্রধান এবং ইউটং স্টিল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চাইন নান খেও। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত কারখানা পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাপোলো ইস্পাতের নির্বাহী পরিচালক শেখ আবুল হাসান, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মোহাম্মদ জহির হোসেন এবং কোম্পানির জনসংযোগ উপদেষ্টা শেখ সাজিদ।
তাইওয়ান ট্রেড মিশনের প্রধান অ্যাপোলো ইস্পাত কারখানার কর্মপরিবেশ, প্রযুক্তিগত সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অ্যাপোলোর সঙ্গে আমদানি ও রফতানি বাণিজ্য জোরদার করার ব্যাপারে ঐক্যমত প্রকাশ করেন।
উল্লেখ্য, এশিয়ার দেশগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ‘তাইওয়ান ট্রেড মিশন-২০১৫’ শীর্ষক প্রদর্শনী। তাইওয়ানের এক্সটারনাল অ্যাফেয়ার্সের পক্ষে মেলার আয়োজন করে তাইওয়ান ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এ প্রদর্শনী। আগামী ২০ মে পর্যন্ত এ প্রদর্শনী হবে ভারত ও পাকিস্তানেও। প্রদর্শনীতে তাইওয়ানের ২০টি কোম্পানি অংশ নেয়।
এসআই/এসকেডি/বিএ/আরআই