প্লেনে মৃত সন্তান প্রসব, ডাস্টবিনে ফেলার সময় মা আটক


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ জুন ২০১৭

ওমান থেকে ঢাকায় ফেরার সময় প্লেনে এক বাংলাদেশি নারী যাত্রী মৃত সন্তান প্রসব করেছেন। পরে ওই নবজাতককে বিমানবন্দরের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিষয়টি ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক বাংলাদেশি নারী শ্রমিক ঢাকায় আসেন। প্লেনের তিনি সন্তান প্রসব করেন। তবে বিষয়টি কেউ-ই জানতেন না।

`পরে বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মৃত নবজাতককে ফেলে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তখনই বিষয়টি জানাজানি হয়।`

আটক নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি উল্লেখ করে ওসি বলেন, নবজাতকের মা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরএম/এমআরএম/এমএমএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।