প্রাথমিকে প্রধান শিক্ষক বদলি ক্ষমতার পরিবর্তন হচ্ছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালা ঘোষণার পর বিভিন্ন পর্যায়ে ব্যাপক বদলি বাণিজ্যের অভিযোগ ওঠার প্রেক্ষিতে প্রধান শিক্ষক বদলির ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের হাতে যাচ্ছে।
গত ১২ মার্চ জারি করা `সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালা` অনুসারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বদলি করতেন। নীতিমালা সংশোধন করে প্রধান শিক্ষকদের বদলির ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের হাতে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় সংসদ সদস্যরা শিক্ষক বদলি নীতিমালার সমালোচনা করেন ও তা সংশোধনের দাবি জানান।
জেআর/এআরএস/এমএস