নারায়ণগঞ্জে সাত খুন : বিভাগীয় কমিশনারকে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ০১:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত সচিবালয়ে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তে বেশ অগ্রগতি হয়েছে উল্লেখ করে কমিটির প্রধান বলেন, চারশর মতো মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। অনেক নথিও সংরক্ষণ করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আদালতে অগ্রগতিমূলক প্রতিবেদন দেব। চূড়ান্ত প্রতিবেদনও শিগগিরই দেয়ার চেষ্টা করব।

জবানবন্দি দেয়ার পর জিল্লার রহমান সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলার সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই। তবে সাত খুনের ঘটনায় আমার যা জানা ছিল- তদন্ত কমিটিকে তাই বলেছি।

সাত খুনের ঘটনায় গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।