ঘূর্ণিঝড়ের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৯ মে ২০১৭

দুইদিনের সরকারি সফরে অস্ট্রিয়ায় অবস্থান করলেও ঘূর্ণিঝড় ‘মোরা’র বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এইউএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।