সাগরে অপেক্ষা করছে কয়েক হাজার বাংলাদেশি
বাংলাদেশ ও মিয়ানমারের কয়েক হাজার অবৈধ অভিবাসী থাইল্যান্ড উপকূলের কাছে সাগরে অপেক্ষা করছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আইওএমের মুখপাত্র বলেন, থাই নিরাপত্তা রক্ষীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পাচারকারীরা নৌকাগুলো তীরে ভেড়াতে চাইছে না। তাই অভিবাসীদের গভীর জঙ্গলে গোপন শিবিরে না এনে পাচারকারীরা সাগরের বুকে রাখছে
মালয়েশিয়ার পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উত্তর-পশ্চিমাঞ্চলের লাংকাওয়ী দ্বীপে নৌকায় করে এক হাজারেরও বেশি অভিবাসী এসে তীরে নেমেছে।
লাংকাওয়ীর পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ বলেন, মোট ১০১৮ জন অভিবাসীর মধ্যে ৫৫৫ জন বাংলাদেশী এবং ৪৬৩ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম। অভিবাসীদের মধ্যে পঞ্চাশটিরও বেশি শিশু এবং প্রায় একশ`র মত মহিলা রয়েছে।
ইন্দোনেশিয়ায় পুলিশ জানায়, সোমবার সকালে আচে প্রদেশের উপকুলের কাছে একটি নৌকা থেকে চারশো`র মত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে ইন্দোনেশিয়া উপকূল থেকে এক হাজারের মত বাংলাদেশি এবং রোহিঙ্গাকে উদ্ধার হয়েছে। উদ্ধারকৃতরা পুলিশকে জানায়, তীরে নামার আগে তাদের নৌকাগুলো সপ্তাহখানেক ধরে সাগরে ভাসছিল। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল।
জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবে, এবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ও মিয়ানমার থেকে ২৫,০০০ এর মত অভিবাসী নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে রওয়ানা হয়।
এসকেডি/আরআই