পুলিশি নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ


প্রকাশিত: ১১:৩০ এএম, ১১ মে ২০১৫

ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নীমতলায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খাঁ’র সভাপতিত্বে সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ূন খাঁ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির প্রাণের উৎসব বর্ষবরণে বখাটে যুবকরা নারীদের উপর প্রকাশ্যে যে যৌন নির্যাতন চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। অথচ এ দৃশ্য পুলিশ কাছে থেকে শুধু দেখেছে। কোনো পদক্ষেপ নেয়নি। এরপর তাদের গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি রোববার ঢাকায় ছাত্র ইউনিয়ন ঘটনার প্রতিবাদে এবং বখাটেদের গ্রেফতারের দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পালন করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়।

তারা এসব হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকল নির্যাতনকারীর বিচার দাবি জানান বক্তরা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।