পাবনায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, কোটি টাকার ক্ষতি
পাবনায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে জেলার সদর, আটঘরিয়া, সাঁথিয়া ও আতাইকুলায় উঠতি ফসল, আম ও লিচু গাছ এবং বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে এসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে। বজ্রপাতে চামেলী খাতুন (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। এছাড়া দু`টি গরুও মারা গেছে।
এলাকাবাসী জানায়, সকাল ৬টা থেকে এই কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা ঝড়ের তান্ডবে পাবনা সদর উপজেলার গয়েশপুর, হামিদপুর, জোয়ারদহ, চকউগ্রগড়, জয়কৃষ্ণপুর, উগ্রগড়, মৌগ্রাম, আটঘরিয়া উপজেলার চৌকিবাড়ী, গোপালপুর, ত্রিমোহন, একদন্ত, পরানপুর হিদাশকোল, সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি, ডহরহজানিসহ বেশকয়েকটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া লিচু ও আম গাছ ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার জোয়ারদহ গ্রামের লিচু বাগানের মালিক আব্দুস সোবহান জানান, ঝড়ে তার বাগানের সব গাছ ভেঙ্গে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
একে জামান/এআরএ/আরআইপি