ঢাবিতে ছাত্রদলের পৃথক মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ৭টা ও ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক দুটি মিছিল করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সকাল সাড়ে ৭টায় একটি মিছিল শিখা চিরন্তন গেট থেকে শুরু হয়ে শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সালের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকরামুল হক বাবু, ঢাবি ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম, সলিমুল্লাহ মুসলিম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা, মামুন খান, রোমেল, জিয়া হলের লাহুল গালিব, জহুরুল হক হলের রাকিব চৌধুরী, সাইফুল, সূর্যসেন হলের মাহমুদ আল হাসান, মুহসীন হলের নাইম হোসেন, মিশু, রাহুল, একুশে হলের শাকির আহমেদ, সুজন মোল্লা, আবি আব্দুল্লাহ শাহীন, জসীমউদ্দীন হলের মাহমুদ রিয়াদ, এফ রহমান হলের মাহফুজ এভিন, জাবি ছাত্রনেতা হাফিজুর রহমান সোহান, জবির নকীব ফজলে রাকিব মাখন, মহানগর উত্তরের ছাত্রনেতা কামরুজ্জামান হীরা, তিতুমীর কলেজের রাজিব, রনি, সজিব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারুক, লোকমান, রকি, রোহান, ফরহাদ, নাইম প্রমূখ।
এদিকে একই ইস্যুতে সকাল ১০টায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজিবুল হাসান, আবু ফয়সাল জিহাদ, হাফিজুর রহমান, মো. ইমরান হোসেন, পার্থদেব মন্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, মুতাসিম বিল্লাহ, সজীব, শিমূল, রঞ্জু, সাদ্দাম, ইমন প্রমুখ।
এমএইচ/বিএ/আরআই