বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৯ মে ২০১৭

জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

মঙ্গলবার বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এর ঘণ্টাখানেক আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে ঠিক করা হবে এই অধিবেশন কতদিন পর্যন্ত চলবে ও কবে বাজেট পাস হবে। এটি হবে চলতি বছরের তৃতীয় অধিবেশন।

১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ কোটি টাকার ওপর হবে বলে অর্থমন্ত্রী ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন।

জানা যায়, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে বাজেট কবে পাস হবে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে। সংসদের অন্যান্য অধিবেশন বিকেলে বসলেও রমজান মাস হওয়ায় এ অধিবেশনের কার্যক্রম সকালে শুরু হবে। আর এই অধিবেশনেই বিশেষ ব্যবস্থায় যোগ দেবেন কারাবন্দি দুই এমপি। আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে এমপি আমানুর রহমান খান (রানা) ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ কারাবন্দি জাতীয় পার্টির এম এ হান্নান সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।