শ্রমিক বিক্ষোভে পোশাক কারখানা বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১১ মে ২০১৫

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় টেক্সটিম গার্মেন্টসের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে মালিক পক্ষ।

শিল্প পুলিশ জানায়, রোববার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় টেক্সটিম কারখানার তিন শতাধিক শ্রমিকের সঙ্গে কারখানার জেনারেল ম্যানেজার(জিএম) হান্নান মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকরা বিকেলে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করে গার্মেন্টস থেকে বের হয়ে যনে।

সোমবার সকালে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শ্রমিকদের না জানিয়ে কারখানাটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন কর্তৃপক্ষ। এসময় তিন শতাধিক শ্রমিক কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে বকেয়া এক মাসের বেতনের দাবিতে সকালে সাভারের কলামা এলাকায় শান্তা মারিয়াম কারখানার সামনে তিন শতাধিক শ্রমিক অবস্থান নেন। বেতন না পাওয়া পর্যন্ত কারখানা সামনে অবস্থান চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্টস দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমজেড /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।