হিমাচলের মুখ্যমন্ত্রীকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলের মুখ্যমন্ত্রী শ্রী ব্রীভদ্রা সিংকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী
বুধবার প্রদেশের রাজধানী সিমলায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের একটি কপি ব্রীভদ্রার হাতে তুলে দেয়া হয়।
বইটি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
প্রদেশের মুখ্য সচিব (ভারপ্রাপ্ত) তরুণ শ্রীধর, মুখ্য উপদেষ্টা টি.জি নেগি ও বিশেষ সচিব অশ্বিনি শর্মা এসময় উপস্থিত ছিলেন।
জেপি/এমএমএ