গাজীপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের তদন্ত শুরু


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১০ মে ২০১৫

গাজীপুর মহানগরীর সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি রোববার তাদের কার্যক্রম শুরু করেছে।

শনিবার ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার কিছু আগেই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে ১৫ মিনিট বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামসহ বিশ্ববিদ্যালয় এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক খান মো. বোরহান উদ্দিনকে তাৎক্ষণিক ভাবে সাময়িক বরখাস্ত করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত তদন্ত কমিটির সদস্যরা রোববার ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া জেলা প্রশাসন গঠিত ৬ সদস্যে তদন্ত কমিটিও এ দিন ঘটনাস্থল পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের আয়োজক ও বিদ্যুৎ সরবরাহের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

আমিনুল ইসলাম/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।