ছাত্রজোটের মিছিলে পুলিশের বাধা, ছাত্রধর্মঘটের ডাক


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ মে ২০১৫

পহেলা বৈশাখে যৌনহয়রানি ঘটনার প্রতিবাদ এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশি হামলার মুখে পড়ে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে অন্তত ৩০ জন আহত হয়। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্র ইউনিয়নের ৫ নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করছে ছাত্র ইউনিয়ন।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোয়েল চত্ত্বর পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এছাড়া মৎস ভবনের সামনে আরেক দফা বাধার সম্মুখীন হয় ছাত্র ইউনিয়নের নেতারা।

এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি ডিএমপি কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকলে কাকরাইল মোড়ে পুলিশ আবারো বাধা দেয়। এছাড়া পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, ঢাবি শাখা সভাপতি লিটন নন্দি ও জিলানী শুভসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনাস্থল থেকে ধস্তাধস্তির সময় পুলিশ ছাত্র ইউনিয়নের ৫ জনকে আটক করে রমনা থানায় নিয়ে গেছে। আটকরা হলেন- দিপাঞ্জন কাজল, অনিক, অন্তু, সাদ্দাম ও জয়। বাকি দু`জনের নাম জানা যায়নি।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি এবং পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংবাদ সম্মেলনে আগামী ১২ মে সারাদেশে ছাত্রধর্মঘটের ডাক দেন ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।