সরিয়ে নেয়া হচ্ছে গ্রিক দেবীর ভাস্কর্য


প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৫ মে ২০১৭

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্য সরিয়ে নেয়ার কাজ শুরু করে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হবে।

ভাস্কর্য‌টির পা‌শে কিছু শ্র‌মিককে কাজ কর‌তে দেখা গে‌ছে। এ সময় কোর্টের মূল প্রবেশ পথে বিপুলসংখ্যক পুলিশও দেখা গেছে। তাছাড়া ভাস্কর্যটি সরিয়ে নেয়ার জন্য বড় একটি ট্রাকও দেখা গেছে।

ভাস্কর্যটি সরানোর খবর পেয়ে সুপ্রিম কোর্টের সামনে চলে আসেন এর ভাস্কর মৃণাল হক। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মৃণাল হক সাংবাদিকদের বলেন, ‘‘এরপর নির্দেশ আসবে, ‘অপরাজেয় বাংলা’ ভাঙা হোক, ‘রাজু ভাস্কর্য’ ভাঙা হোক, ‘ঘোড়ার গাড়ি’ ভাঙা হোক.. মাফ চাই। আমি কিছু বলতে চাই না। আমার হাত-পা বাঁধা।’’

সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপন করা এই ভাস্কর্য নিয়ে দেশে ইসলামিক দলগুলো বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে। এছাড়া প্রধানমন্ত্রী নিজেও ভাস্কর্যটি অপসারণ করার জন্য কোর্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এফএইচ/এমএসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।