পাকিস্তানে দুই উপজাতীয় গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪৭
পাকিস্তানের গোলযোগপূর্ণ পার্বত্যাঞ্চলে শনিবার দুটি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী একটি বিরোধপূর্ণ পার্বত্য এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সহিংসতায় আরো ২৫ জন আহত হয়েছে।
এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেন, উত্তর ওয়াজিরিস্তানের একটি পর্বতের নিয়ন্ত্রণ নিয়ে শুক্রবার থেকে মাদা খেল ও পাইপালি কাবুল খেল গোত্রের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। দু`পক্ষই পর্বতটির মালিকানা দাবি করছে।
ওই কর্মকর্তা বলেন, ‘দাতা খেল এলাকার লাওয়ারা মান্দি গ্রামে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৪৭ জন নিহত ও অপর ২৫ জন আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, পর্বতটির দখলকে কেন্দ্র করে লড়াইটি এখনো চলছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সহিংসতার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজাতীয় গোষ্ঠী দুটি ওই অঞ্চলের পৃথক জঙ্গি সংগঠনকে সমর্থন করে।
ওই এলাকার রাজনৈতিক প্রশাসনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, এই ঘটনায় ৩৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
উত্তর ওয়াজিরিস্তানে উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
একে/আরআইপি