পর্যটনের উন্নয়নে বেসরকারি উদ্যোগ জরুরি : মেনন


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৫ মে ২০১৭

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগ ও বিনিযোগ বাড়াতে হবে। ট্যুরিজমের উন্নয়নে বেসরকারি উদ্যোগ জরুরি।

বিশেষ করে বান্দরবানকে পর্যটনে উপযোগী করতে এর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড মাউনটেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) আয়োজিত `ডেস্টিনেশন ম্যানেজমেন্ট প্ল্যান` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেনন বলেন, বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যময় এক নিদর্শন হলেও আমরা নানা সমস্যার কারণে এটিকে যথার্থভাবে কাজে লাগাতে পারিনি।

সরকারি-বেসরকারি উদ্যোগ এবং স্থানীয়দের আন্তরিকতা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ।

আরএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।