নিউ ইয়র্কের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়ানক বিস্ফোরণ
নিউ ইয়র্কের ইন্ডিয়ানা পয়েন্ট পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়ানক বিস্ফোরণের ঘটেছে। বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষতিগ্রস্ত অংশ নিরাপদে বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এনটারজি কর্পোরেশন।
নিউ ইয়র্ক নগরী থেকে ৬১ কিলোমিটার দূরে হাডসন নদীর পূর্ব তীরে কেন্দ্রটি অবস্থিত। এনটারজি কর্পোরেশনের এক মুখপাত্র বলেছেন, ট্রান্সফরমারে আগুন ধরে গিয়েছিল তা নিভানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু চুল্লির কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।
গ্রিনিচ মান সময় শনিবার ২২০০টার দিকে এ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু কেন্দ্রটির ২ নম্বর ইউনিট চালু রয়েছে বলে জানান এ মুখপাত্র।
এ ছাড়া, পরমাণু চুল্লি থেকে ৯০ থেকে ১২০ মিটার দূরে অবস্থিত ট্রান্সফরমারে কেনো গোলযোগ দেখা দিয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি বলে দাবি করেন এ মুখপাত্র। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয় অধিবাসীরা কেন্দ্রটির ওপর ২০০ মিটার দীর্ঘ অগ্নিকুণ্ডলিও দেখতে পেয়েছেন।
একে/এমএস