এরশাদের ছোট ভাই ও প্রাক্তন সাংসদ লালুর মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ভাই ও প্রাক্তন সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

মোজাম্মেল হোসেন লালু কুড়িগ্রাম-৩ আসন উলিপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যাংকার ছিলেন। জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি করে অবসরে যান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।