শুদ্ধাচারের অন্যতম বিষয় সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা অর্জন


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৩ মে ২০১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘শুদ্ধাচারের অন্যতম বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা অর্জন।’

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল : অংশীজন’কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।

মেনন বলেন, ‘সদয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো’এই নোট দিয়ে অনেক কর্মকর্তা ফাইল ফরোয়ার্ড করে দেন। এতে করে একপর্যায়ে সব সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব এসে পড়ে প্রধানমন্ত্রীর উপর। যার ফলে প্রধানমন্ত্রীর উপর অত্যধিক চাপ সৃষ্টি হয় এবং কাজে স্থবিরতা ও দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়, যা মন্ত্রণালয়ের পারফরমেন্সে প্রভাব ফেলে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে পিছিয়ে পড়তে হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন,  ‘শুদ্ধাচার মানে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। এর মধ্য দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন নিশ্চিত হয় তেমনি সহজে ও স্বাচ্ছন্দ্যে জনসেবা নিশ্চিত হয়। তাই শুদ্ধাচারকে জাতীয় অভ্যাসে পরিণত করতে হবে।’

মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুকের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমেদ প্রমুখ।

এইচএস/জেডএ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।