যবিপ্রবি রিজেন্ট বোর্ডের ২৯তম সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৯ মে ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ২৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের সভাপতি  প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রাণায়লেয় অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল মজিদ, সরকারি এম. এম কলেজের অধ্যক্ষ প্রফেসর নমিতা রানী বিশ্বাস, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজুল ইসলাম, প্রফেসর রুস্তম আলী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আনিছুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. শেখ মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জিয়াউল আমীন, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব প্রমুখ।

মিলন রহমান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।