ইয়েমেনে অস্ত্রবিরতি শুরু মঙ্গলবার : সৌদি পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৯ মে ২০১৫

ইয়েমেনে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি শুরু হচ্ছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর। শুক্রবার তিনি এ কথা জানান।

প্যারিসে উপসাগরীয় দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, ‘১২ মে মঙ্গলবার বেলা ১১টা থেকে অস্ত্রবিরতি শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ অস্ত্রবিরতি ৫ দিন কার্যকর থাকবে। মানবিক কারণে এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে’।

এক সংবাদ সম্মেলনে জুবেইর একথা বলেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার পাশে ছিলেন।

জুবেইর বলেন, এই অস্ত্রবিরতির সফলতা পুরোপুরি নির্ভর করছে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের ওপর।
কেরি বলেন, এই অস্ত্রবিরতি একটি ‘নবায়নযোগ্য বিষয়’। যদি এটা বজায় থাকে তবে ‘এটা বাড়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত থাকবে।’

তিনি আরো জানান, ‘যদি কেউ ইয়েমেনের মানুষের কথা চিন্তা করে, তবে অস্ত্রবিরতি ভেঙে গেলে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়ার বিষয়টি তাকে ভেবে দেখতে হবে’।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।