ভারতকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৮ মে ২০১৫

স্থল সীমান্ত বিল পাস হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে টেলিফোন করে লোকসভার সদস্য ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ টেলিফোন আলাপ হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী চুক্তি এবং ২০১১ সালে আমার ও তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চুক্তির ধারাবাহিকতায় এ বিল পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় সব রাজনৈতিক দল, লোকসভার সব সদস্যসহ ভারতের সাধারণ মানুষকে ধন্যবাদ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফোনালাপে বলেন, দুই দেশের বন্ধুত্বের এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গতিশীল ও জোরদার হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।