‘অপরাজেয় বাংলা’র ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২০ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর নেই (ইন্না লিল্লাহি … রাজেউন)।

শনিবার রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাস্করের ছেলে সৈয়দ আব্দুল্লাহ জহির এ তথ্য জানিয়েছেন।

হাপানিসহ বার্ধক্যজনিত রোগে গত ২ মে বারডেম হাসপাতালে ভর্তি হন আব্দুল্লাহ খালিদ। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে মারা যান তিনি।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।