নৌপথ আরও নিরাপদ হবে প্রধানমন্ত্রীর আশা


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২০ মে ২০১৭

‘আশা করি নৌ আইন মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতনতায় নৌযান ও নৌপথ আরও নিরাপদ হবে।’রোববার থেকে শুরু হওয়া ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭’উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন।

নৌ-নিরাপত্তা সপ্তাহ ২১ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দেশ যাবে এগিয়ে যাত্রা হোক নিরাপদ, নৌ আইন মানব মোরা এটাই হোক অঙ্গীকার’।

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে নৌপরিবহনের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযানের কোনো বিকল্প নেই। এজন্য প্রতিকূল আবহাওয়ায় নদীপথে চলাচলে নৌযানগুলোকে যথাযথ সতর্ক ও সচেতন থাকার জন্য তিনি নৌযান মালিক, মাস্টার ও যাত্রী সাধারণসহ নৌযান সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

এফএইচএস/জেডএ/ওআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।