বাল্যবিবাহের বৈধতা দেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৯ মে ২০১৭

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান (১৯ নং ধারা) বাতিল করে বাল্যবিবাহের বৈধতা দেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সংসদে `বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ পাস হয়েছে। এ আইনের ১৯নং ধারায় বলা হয়েছে ‘এ আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশক্রমে এবং মাতা পিতার বা প্রযোজ্যক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ে সম্পাদিত হলে তা এ আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না`। অর্থাৎ এ আইনের মধ্য দিয়ে শিশুর বিয়ে বৈধতা পাবে।

এমনিতেই দেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই শতকরা ৩৯ শতাংশ মেয়ের এবং ১৮ বছরের মধ্যে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।

দেশে বাল্যবিবাহের গড় হার ৬৬ শতাংশ উল্লেখ করে তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ থেকে এ বিশেষ বিধান অবিলম্বে বাতিলের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক শম্পা বসুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।