পাকিস্তানেও নেই দাউদ ইব্রাহিম!


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৭ মে ২০১৫

ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আর এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে জোর জল্নপা শুরু হয়ে গেল। সবার এক কথা, কোথায় আছেন দাউদ ইব্রাহিম?

এর আগে গত মঙ্গলবার ভারতও বলে দেয়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনো ধারণাই নেই ভারতীয় গোয়েন্দা দফতরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরী অকপটে এ কথা স্বীকার করে নেন।

তার স্বীকারোক্তি, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে নেই। দাউদ কোন দেশে আছেন তার খোঁজ পাওয়া গেলে, তবেই তাকে প্রত্যর্পণের ব্যাপারে উদ্যোগ নিতে পারে কেন্দ্র।

১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অবস্থানের সম্পূর্ণ উল্টো বক্তব্য উঠে এসেছে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রলালয়ের বিবৃতিতে।

গত বছর নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, দাউদ ইব্রাহিম রয়েছেন পাকিস্তান-আফগান সীমান্তে আর তাকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান সরকার।

সে বছরই ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, দীর্ঘদিন ধরে ভারতের অবস্থান এটাই যে, দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।