খুলে দেয়া হচ্ছে মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশ


প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৬ মে ২০১৭

মগবাজার ফ্লাইওভারের এফডিসি মোড় থেকে সোনারগাঁও রেলক্রসিং পর্যন্ত অংশ যানবাহন চলাচলের জন্য আজ (বুধবার) খুলে দেয়া হচ্ছে।

এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সকাল ১০টায় ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে হাতিরঝিলের সামনে থেকে এফডিসি হয়ে সোনারগাঁও হোটেল পর্যন্ত আসবেন।

এরপর থেকে ফ্লাইওভারের এ অংশটুকু সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

f

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সরেজমিন দেখা গেছে, মন্ত্রীর আগমন উপলক্ষে ফ্লাইওভারের এ অংশের শেষ মুহূর্তের কাজ চলছে।

ফ্লাইওভারের ওপর লাল, নীল, সবুজ ও হলুদসহ বিভিন্ন রংয়ের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। সাধারণ শ্রমিকরা কার্পেটিং রাস্তায় ঝাড়ু দিচ্ছেন।

ফ্লাইওভারে ল্যাম্প পোস্টে ঝলমলে বাতি জ্বলছে। ঠিকাদার কোম্পানি সিমপ্লেক্স-নাভানা যৌথভাবে ফ্লাইওভারের কাজটি করেছে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।