মিডফোর্টে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি


প্রকাশিত: ০৫:০২ এএম, ০৭ মে ২০১৫

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের মহিলা হোস্টেলে নিরাপত্তা ও হাসপাতাল এলাকা মাদকমুক্ত করার দাবিতে বুধবার তারা কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ইন্টার্ন মহিলা চিকিৎসকদের হোস্টেলের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনা জানালে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বুধবার দাবি আদায়ে কর্মবিরতির ডাক দেন তারা। হাসপাতালে মোট ১৮৪ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বলেন, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।