স্থল সীমান্ত বিল লোকসভায় উঠছে আজ


প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৭ মে ২০১৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ভারতের রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাস হয়েছে। বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করা হলে ২৪৭ সদস্যের মধ্যে ১৮১ জন এর পক্ষে ভোট দেন। রাজ্যসভায় পাসের পর বিলটি আজ বৃহস্পতিবার লোকসভায় উত্থাপন করা হবে।  ভারতের লোকসভার চলতি বাজেট অধিবেশন শেষ হচ্ছে শুক্রবার। তাই আজই বিলটি লোকসভায় পাস করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থল সীমান্ত চুক্তি পাসের প্রতিক্রিয়ায় তিনি এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে এ চুক্তি বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আওতায় বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল ও ভারতের সীমান্তে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময় এবং ৬ দশমিক ১ কিলোমিটার অমীমাংসিত সীমানা চিহ্নিত হওয়ার কথা রয়েছে।

এএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।