বাগদাদ-সিরিয়ার জঙ্গিদের দেশে প্রবেশ ঠেকাতে সতর্ক পুলিশ


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৬ মে ২০১৭
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাগদাদ ও সিরিয়া থেকে কোনো জঙ্গি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশের সব বিভাগকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের দুজন পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি নেতা রেজওয়ান হারুন বাংলাদেশে কীভাবে প্রবেশ করল এবং তার সঙ্গে অন্য কোনো দেশের জঙ্গিদের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এমইউএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।