স্থল সীমান্ত বিল ভারতের রাজ্যসভায় পাস


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৬ মে ২০১৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে। বুধবার বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অনুমোদন পাওয়ার পরদিনই রাজ্যসভায় পাস হলো বিলটি। কংগ্রেসের চাপে রাজ্যসভায় অপরিবর্তিতভাবেই বিলটি তোলা হয়েছিল। রাজ্য বিজেপি`র চাপে কেন্দ্রীয় সরকার আসামকে বাদ দিয়ে সংশোধন করে বিলটি তুলতে চেয়েছিলো।

সীমান্ত চুক্তি হলে তাদের চেয়ে বাংলাদেশ বেশি জমি পাবে বলে দাবি আসাম রাজ্য বিজেপির। তবে বিরোধী দল কংগ্রেস তা নাকচ করে দিয়েছে। ৮ মে`র আগে বিলটি পাস করানোর ব্যাপারে তৎপর বিজেপি সরকার। বৃহস্পতিবার  বিলটি নিম্নকক্ষ লোকসভায় তোলার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার ৫ মে ভারতের মন্ত্রিপরিষদের বৈঠকে এ চুক্তিটি অনুমোদন দেয়া হয়।

# স্থল সীমান্ত চুক্তি ভারতের রাজ্যসভায় উত্থাপিত

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।