‘প্রাণ চাটনি জীবনের গল্প’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৪

‘প্রাণ চাটনি জীবনের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রাণ চাটনি জীবনের গল্প’ প্রতিযোগিতার সেরা ১০জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম নগরীর ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের লেখা চার হাজার গল্পের মধ্য থেকে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সৈয়দা নূসরাত আনিকা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সেন্ট স্কলাসটিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনীষা দাশ ও সাইমা জসীম।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজ সফলভাবে পালন করছে এদেশের নারীরা। সকল পেশাতেই নারীদের অবস্থান রয়েছে। যেকোন কাজে নারী-পুরুষের মধ্যে পার্থক্য করার নেই সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন নারী-পুরুর উভয়ের সম্মিলিত চেষ্টায় দেশ  এগিয়ে যাবে।

প্রাণ চাটনির ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলাম জানান, ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের নির্ধারিত ১৭টি গার্লস স্কুল ও কলেজের ছাত্রীদের কাছে থেকে চলে এই প্রতিযোগিতার গল্প সংগ্রহের কার্যক্রম। অনুষ্ঠানে নির্বাচিত সেরা গল্প দিয়ে প্রাণ চাটনির পরবর্তী টিভি বিজ্ঞাপন বানানো হবে। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা ব্যাপক সাড়া পেয়েছেন যা পরবর্তীতে অন্যান্য আয়োজনে তাদের প্রেরণা যোগাবে বলেও তিনি জানান।

প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীরা হলেন: নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাইয়াতুন তানজিলা, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সারা শওকাত সাবরিনা, সেন্ট স্কলাসটিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয়া দে মনি, সাদিয়া চৌধুরী ও ঐশী সাহা,  এনায়েত বাজার মহিলা কলেজের নিশাত আনজুম নিশি এবং সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সামিরা সাফা। পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতার প্রধান বিচারক অভিনেত্রী রোকেয়া প্রাচী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মাহমুদা বেগম ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক হরিশংকর দাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।