সালমানকে নিয়ে মন্তব্য


প্রকাশিত: ১১:০১ এএম, ০৬ মে ২০১৫

হিট এন্ড রান মামলায় ৫ বছরের জেল হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের। এই সাজায় বি-টাউনে নেমে এসেছে দু:খের ছায়া। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন সালমানের হয়ে। জাগোনিউজরে পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

পরেশ রাওয়াল (অভিনেতা)
পাঁচ বছর!!

সোনাক্ষী সিংহ (অভিনেত্রী)
ভয়ঙ্কর খবর। জানি না কী বলব! সালমান ভাল মানুষ। আর সেই গুণ ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না।

পরিণীতি চোপড়া (অভিনেত্রী)
আমরা সব সময় তোমার সঙ্গে আছি।

আলিয়া ভট্ট (অভিনেত্রী)
যখন কাছের লোক শাস্তি পায় তখনকার কষ্ট বলে বোঝানো যায় না। যদি সে ভুল হয় তাও শাস্তিটা মন থেকে মেনে নেওয়া যায় না। আমরা তোমাকে ভালবাসি। আমরা তোমার পাশে দাঁড়াব।

অর্জুন কাপুর (অভিনেতা)
কোনও ব্যক্তি বা কোনও আদালত কী বলল তাতে কিছু যায় আসে না। এটা সালমানের প্রাপ্য নয়।

ঋষি কাপুর (অভিনেতা)
এই কঠিন সময়ে কাপুর পরিবার সালমানের পাশে রয়েছে। সময় সব কিছু বদলে দেয়। ঈশ্বর ওঁর সহায় হোন।

কোয়েল মল্লিক (অভিনেত্রী)
অনেক দিন ধরেই মামলা চলছিল। বারবার ভেবেছি সালমান মুক্তি পাবেন। কিন্তু আজ রায় শুনে খুব খারাপ লাগছে।

রাজ বব্বর (অভিনেতা)
সালমানের পরিবারকে ঈশ্বর শক্তি দিন। আমাদের সকলের প্রার্থনা ওদের সঙ্গে রয়েছে। আগামী পাঁচ বছর সালমান, ওর পরিবার এবং ইন্ডাস্ট্রির জন্য খুব কঠিন সময়।

চিরঞ্জীব (অভিনেতা)
কেউই আইনের উর্ধ্বে নয়। আমার সহকর্মীর জন্য খারাপ লাগছে।

হেমা মালিনী (অভিনেত্রী)
খুব খারাপ লাগছে। কিন্তু কী করা যাবে! আদালতের রায় মানতেই হবে। সালমানের জন্য আমার সমবেদনা রয়েছে। প্রার্থনা করি যাতে ওর সাজা কিছুটা কম হয়।

সতীশ কৌশিক (অভিনেতা)
সালমান খানের জন্য প্রার্থনা করছি। ভগবান ওকে সব দিক থেকে সুখী করুন।

অর্পিতা খান (সালমানের বোন)
আমাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমদের জন্য যারা প্রার্থনা করছেন তাদের ধন্যবাদ।

শক্তি কাপুর (অভিনেতা)
দুর্ভাগ্যজনক ঘটনা। আইন আইনের পথে চলবে।

রীতেশ দেশমুখ (অভিনেতা)
আদালতের রায় নিয়ে কিছু বলব না। তবে আমার খুব খারাপ লাগছে। ইন্ডাস্ট্রিতে এত বড় মনের মানুষ আমি কম দেখেছি।

রঘু রাম (সঞ্চালক, অভিনেতা)
সালমানকে কঠিন শাস্তি দিয়ে আলাদা উদাহরণ তৈরি করা ঠিক নয়।

প্রিয়া দত্ত (সঞ্জয় দত্তের বোন )
যে কোনও মানুষের পক্ষেই এই পরিস্থিতি সামলানো কঠিন। তবে, সালমান খুব শক্ত মনের মানুষ। সামলে নিতে পারবে বলে মনে হয়। আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।

ওয়াজিদ আলি (মিউজিক কম্পোজার)
আমি শকড। সালমান ভাই খুব সাচ্চা মানুষ। কিন্তু, আদালতের রায় আমাদের মানতেই হবে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক।

অরবিন্দ ইনামদার (মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি)
এটা আইনের জয়। সত্যিটা এত দিনে সামনে এসেছে। আইন সেলিব্রিটি বা সাধারণ মানুষ সকলের জন্যই সমান। পুলিশ এই মামলায় খুব ভাল কাজ করেছে। ওদের কাছে সালমান মামলা একটা বড় চ্যালেঞ্জ ছিল।  

মহেশ জেঠমলানি (আইনজীবী)
হাইকোর্টে আবেদন করলে সলমনের জামিন হতে পারে। ওর আইনজীবী নিশ্চয়ই সে চেষ্টা করবেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।