ব্যক্তি খাতের দুর্নীতি অনুসন্ধান সম্ভব নয় : দুদক চেয়ারম্যান


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৬ মে ২০১৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে ব্যক্তিগত বা বেসরকারি খাতের দুর্নীতি অনুসন্ধান সম্ভব নয় বলে আবারও জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

এখন থেকে বেসরকারি খাতের কোনো অভিযোগের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ বা সরকারি স্বার্থ জড়িত থাকলে শুধুমাত্র সেগুলোর অনুসন্ধান করবে দুদক।

তিনি বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষনা) ড. শামসুল আরেফিন, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন, সিভিল সার্জন পুতুল রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক বশিরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সঞ্জিত সাহা/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।