বিআরটিএর ম্যাজিস্ট্রেট ও এডিকে শো-কজ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ মে ২০১৫

কর্তব্যে অবহেলার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ইকুরিয়া অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই সহকারী পরিচালককে শো-কজ এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএর অফিস আকস্মিক পরিদর্শনকালে এ নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রী বিআরটিএ অফিসের নির্ধারিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগতের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন, সহকারী পরিচালক আব্দুস সাত্তার ও আবু আশরাফ সিদ্দিকীকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশনা দেন।

পাশাপাশি ইকুরিয়া অফিসের নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ আনসারের প্লাটুন কমান্ডার কাউছার আহম্মেদকেও প্রত্যাহারের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।