শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১২ মে ২০১৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি (পাঁচটি বার) স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। আটককৃতের নাম সৌরভ মণ্ডল (২৭)। তার বাড়ি কলকাতার বাগদায়। পেশায় তিনি ইমিটেশন জুয়েলারি ব্যবসায়ী।

রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৭ বিমানে চট্টগ্রাম থেকে শুক্রবার বিকেল ৫ টা ৫৭ মিনিটে অবতরণ করেন তিনি। প্রথমে ব্যাংকক থেকে চট্টগ্রামে নামেন, এরপর ঢাকায় আসেন।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দার প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এএসএম আহসানুল কবির জানান, সৌরভ মণ্ডল চট্টগ্রাম থেকে এয়াক্রাফটে উঠেন। এয়াক্রাফটে উঠার পর তিনি এই স্বর্ণ ১৭ নং সিট থেকে সংগ্রহ করে টয়লেটে গিয়ে জুতার ভেতর লুকিয়ে ফেলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুতার ভিতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আসামিকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেইউ/জেডএ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।