চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ মে ২০১৫

আসছে বছরের শুরুতে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এতথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিসস্ট্রেশন’ (এফ.এ.এ.’র)-এর অধীনে ক্যাটাগরি ওয়ানে উন্নিত হবে। ক্যাটাগরি ওয়ান অর্জনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঢাকা নিউইয়র্ক ফ্লাইট আগামী বছরের শুরুর দিকে চালু করা সম্ভব হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মে: ডেভিড মিল এবং বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বক্তৃতা করেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।