সর্বস্তরে কৃষি শিক্ষাকে আবশ্যিক করার দাবি


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১২ মে ২০১৭

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকসহ সর্বস্তরে কৃষি শিক্ষাকে আবশ্যিক করার দাবি জানিয়েছেন কৃষিবিদ ও শিক্ষকরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এগ্রিকালচারাল টিচার্স সোসাইটি। আয়োজিত ‘বাংলাদেশ কৃষি শিক্ষা, কৃষি শিক্ষক, লেখক, সাংবাদিক ও ডিজিটাল কৃষির সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের এ দাবি জানানো হয়।

অ্যাগ্রিকালচারাল টিচার্স সোসাইটি’র সহ-সভাপতি কৃষিবিদ ড. মো. রফিকুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, কৃষিবান্ধব সরকারে কৃষি বিষয়ে অগ্রাধিকারের কথা বলা হলেও এ বিষয়টি কেবলই অবহেলিত হয়ে আসছে। একটা সময় মাধ্যমিকে কৃষি শিক্ষা বাধ্যতামূলক ছিলো। এখন গার্হস্থ্য অর্থনীতি ও কৃষি শিক্ষা— দু’টি পছন্দ রাখা হয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিকেও কৃষি শিক্ষা বিষয়টি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। এ ধরনের উদ্যোগ কৃষি শিক্ষাকে সংকুচিত করার অপপ্রয়াস। এজন্য কৃষি শিক্ষাকে সর্বস্তরে অাবশ্যিক বিষয় হিসেবে নিশ্চিত করতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃষি শিক্ষা বিষয়টি পুরোপুরি অবহেলিত। কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে চার বছরের অনার্স কোর্সে কৃষি বিষয় পড়ার সুযোগ পান মুষ্টিমেয় ছাত্র-ছাত্রী। কিন্তু স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো কলেজে এ কৃষি শিক্ষা পড়ার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষানীতি ও সরকারের রূপকল্প বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে কৃষি শিক্ষা বিষয়টি জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কৃষিবিদ প্রফেসর ড. সাজ্জাদুল হাসান,সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের (সিএইচআরএম) কৃষি বিষয়ক প্রধান উপদেষ্টা হাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশ এগ্রিকালচারাল টিচার্স সোসাইটি সভাপতি প্রফেসর সদরুল আমীন প্রমুখ।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।