শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা করতে হবে


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৩১ আগস্ট ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমপিও ভুক্তির বিষয়ে একটি নীতিমালা করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে এমপিওভুক্তি করতে হবে। শুধু তদবির করে এমপিওভুক্ত করলে চলবে না। দেখা যাচ্ছে এমপিও যেখানে প্রয়োজন নেই সেখানে দেয়া হচ্ছে, আর যেখানে প্রয়োজন সেখানে দেয়া হচ্ছে না। তাই এ বিষয়ে সঠিক নীতিমালা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে  তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতির প্রয়োজন। তাই কোনো ছেলে-মেয়ে যাতে লেখাপড়ার বাইরে থাকতে না পারে সে জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নিতে হবে। নিরক্ষরতার হার শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, মাদ্রাসাশিক্ষার কারিকুলাম আধুনিক করা উচিৎ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের শিক্ষা দিতে হবে, যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে তারা দেশের সেবায় এগিয়ে আসতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।