স্বস্তির পাশাপাশি উদ্বিগ্ন দুই তরুণী
বনানীতে ধর্ষণ মামলার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের গ্রেফতারের খবর কিছুটা স্বস্তি দিলেও আরেক আসামি নাঈম আশরাফ আটক না হওয়ায় উদ্বিগ্ন সেই দুই তরুণী।
নাঈমকে দ্রুত আটক করে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক সাজা চাইলেন তারা।
জাগো নিউজের সঙ্গে আলাপকালে তারা বলেন, ‘পুলিশকে ধন্যবাদ ওদের গ্রেফতার করায়। দেশবাসীকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু মূল পিশাচ নাঈমকে গ্রেফতার করা জরুরি। বিষয়টি নিয়ে আমরাও ভীষণ উদ্বিগ্ন।’
দুই তরুণীর একজন বলেন, ‘সেদিন সবচেয়ে খারাপ আচরণ করেছিল নাঈম। সবচেয়ে বড় পিশাচ সে। আমার ধারণা তারই বুদ্ধিতে আমাদের জন্য এই ফাঁদ তৈরি হয়েছিল।’
তিনি বলেন, ‘সেদিনের ঘটনার সাক্ষী সাকিফ। তাকে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা জানা যাবে। সেদিন আমাদের সঙ্গে যা যা করেছে ওরা, সাদমান সব দেখেছে, দেখেও চুপ করে থেকেছে। সে ইচ্ছে করলেই আমাদের সাহায্য করতে পারত, পুলিশে খবর দিতে পারত, আমাদের উদ্ধার করতে পারত। কিন্তু সে কিছুই করেনি। বরং ওদের সহায়তা করেছে।’
এই মানুষরূপী পশুদের বিচার চেয়ে তরুণীদের একজন বলেন, এমন বিচার হোক, এমন শাস্তি হোক; আর যেন কেউ কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার সাহস না পায়।
তবে বারবার ওই তরুণী প্রশ্ন করেন- আমরা বিচার পাব তো?
মামলার পর থেকে আসামিদের কেউ আর তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানান তারা। কোনো ধরনের হুমকিও আসেনি।
জেপি/বিএ