দেশি মুরগি পালনের উপর কর্মশালা


প্রকাশিত: ১১:০১ এএম, ০৫ মে ২০১৫

ঠাকুরগাঁওয়ে দেশি মুরগি পালন ও বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে প্রেমদ্বীপ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ইএসডিও`র এপিডি শামীম হোসেন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মির্জা খলিল জিবরান প্রমুখ।

কর্মশালায়, দেশি মুরগি পালন উপ-খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান ও কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুরগি পালনকারি হতে ভোক্তা ও বাজারজাত করণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রবিউল এহসান রিপন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।