চরিত্র খারাপের সংজ্ঞা দিলেন তসলিমা নাসরিন


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ মে ২০১৫

মেয়েটার চরিত্র খারাপ। তার মানে মেয়েটার কোনও পুরুষের সঙ্গে, যে পুরুষ তার স্বামী নয়, সেক্স হচ্ছে। এই হলো আমাদের সমাজের ‘চরিত্র খারাপ’-এর সংজ্ঞা। মঙ্গলবার, নিজের এক ফেসবুক স্ট্যাটাসে এভাবেই সমাজে প্রচলিত ধারনায় চরিত্র খারাপের সংজ্ঞায়িত করলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

এর আগে সোমবার কলকতার তৃণমূল সাংসদ ইদ্রিস আলী এই লেখিকার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে চরিত্রহীন বলে আখ্যা দিনে। মূলত তারই প্রতিবাদ করে তসলিমা নিজের ফেসবুক ওয়ালে সোমবার এই স্ট্যাটাসটি দেন।

সেখানে তিনি আরো লিখেছেন, ‘ছেলেদের বেলায়ও বলা হয় চরিত্র খারাপ, ছেলেদের যদি প্রচুর মেয়ে টেয়ে নিয়ে সেক্স করার অভ্যেস থাকে। সেক্সের মতো স্বাভাবিক, সুস্বাদু এবং প্রয়োজনীয় জিনিস চরিত্র খারাপের উদাহরণ হিসেবে কী করে আসে, বুঝিনা।

যদি বলা হয়, এমন সমাজই আমরা তৈরি করেছি, যে সমাজে স্বামী- স্ত্রীর সঙ্গমটাই বৈধ সঙ্গম, বাকি সব অবৈধ, তবে বলবো, সমাজ আমরাই তৈরি করি, সমাজ আমরাই ভাঙি।’

সমাজের পুরোনো নিয়ম ভাঙার কথা বলে এই লেখিকা লিখেছেন, ‘সমাজের পুরোনো নিয়ম-নীতি তো আমরা ভাঙতে ভাঙতেই এগোই। পুরোনো অনেক নিয়ম, যা না মানলে বিতিকিচ্ছিরি কাণ্ড হতো একসময়, এখন মানলেই বরং তা হয়।’

চরিত্র খারাপের সংজ্ঞা বদলে দেয়ার দাবি তুলে তসলিমা নিজের মত প্রকাশে লিখেন, ‘আমার মতে একটা মানুষের, পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই, চরিত্র খারাপ মানে, মানুষটা লোভী, চুরি করে, মিথ্যে কথা বলে, ডাকাতি করে, অন্যকে ঠকায়, অন্যের সঙ্গে প্রতারণা করে, দূর্নীতি করে, নিষ্ঠুরতা করে, মানুষ খুন করে। `চরিত্র খারাপ` এর প্রচলিত সংজ্ঞাটা অচিরে বদলানো দরকার।’

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।