বাংলাদেশ সহাবস্থানের অনন্য বৈশিষ্ট্য : স্পিকার


প্রকাশিত: ০১:২১ পিএম, ১০ মে ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে বাঙালি চেতনায় এ দেশের সকল মানুষের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব মেলবন্ধন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ নানা ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্য।

বুধবার শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ‘শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব-২০১৭’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সকল মানুষ সাম্প্রদায়িকতাকে বিসর্জন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। সব ধর্মের উৎসব সকলে মিলে উদযাপন করছেন যা এক বিরল দৃষ্টান্ত।

তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব-গৌতম বুদ্ধের জন্মোৎসব।

স্পিকার বৌদ্ধ ধর্মের সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং শান্তিময় জীবন কামনা করেন।

একই সঙ্গে গৌতম বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শোভাযাত্রার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ সিং বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া,বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্মল রোজারিও, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বৌদ্ধ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএস/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।