বকেয়া বেতন পরিশোধের দাবি সিটিসেল কর্মচারীদের


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৯ মে ২০১৭

আট মাসের বকেয়া বেতন, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন সিটিসেলের কর্মচারীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কর্মচারীদের পক্ষ থেকে টিপু সুলতান বলেন, সিটিসেল কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। আশ্বাস দেয়ার পরও বকেয়া পাওনা দেয়া হচ্ছে না। আমরা কী পাপ করেছি? আমার কেন টাকা পাবো না?

তিনি বলেন, কোম্পানির কাছে আমরা কোনো ক্ষতিপূরণ চাইনি। শুধু আমাদের চাওয়া, আমাদের পাওনা টাকা যেন আমরা পাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সিটিসেল কর্মচারীদের পক্ষে উপস্থিত ছিলেন- রুহুল কুদ্দুস, মোসাদ্দেক মিলন, ডি এম হাসান মাহামুদ আলী, আইনজীবী তানজিম আল ইসলাম প্রমুখ।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।