বাবার কবরে চিরনিদ্রায় পিন্টু


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৪ মে ২০১৫

তৃতীয় নামাজে জানাযা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে দাফন করা হয়েছে। সােমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মরদেহ দাফন করা হয়।

সরেজমিনে দেখা যায়, লেদার টেকনোলজি ইনিস্টিটউট মাঠে শেষ নামাজে জানাযা শেষে পিন্টুর মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে আসা হয়। এখানে দুপুরেই তার বাবার কবরই উপর পিন্টুর জন্য কবর খনন করা হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

এর আগে রাজশাহীতে প্রথম নামাজে জানাযা শেষে ঢাকায় নিয়ে আসার পর নয়াপল্টন দলীয় কার্যালয়ে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

উল্লেখ, গত রোববার দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।