শাহজালালে যাত্রীর শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বার জব্দ


প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৮ মে ২০১৭
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা দু`টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মাজু (৩৮) নামের ওই যাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়। রোববার দিনগত রাতে আবুধাবি থেকে আসা একটি ফ্ল্যাইটে তিনি ঢাকা আসেন।

শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, মাজুর শরীরের ভেতর থেকে দু`টি স্বর্ণের বার (২৩৩ গ্রাম) এবং তার ব্যাগ হতে আরও ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দারা। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

স্বর্ণের বারগুলো সোমবার সকালে ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্কগুদামে জমা দেয়া হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।